প্রধানমন্ত্রীকে খুশি করতে মিথ্যা বলছেন মন্ত্রী-এমপিরা : রিজভী

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২০, ৪:২০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের লোকজন প্রধানমন্ত্রীকে খুশি করতে বলছেন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। আসলে বাস্তব চিত্র ভিন্ন। করোনা নিয়ন্ত্রণে নেই বরং ব্যাপক বিস্তার লাভ করছে। দেখা দিয়েছে মহামারি আকারে। ঢাকায় ব্যাপক মাত্রায় বিস্তার লাভ করেছে করোনা। এখন মফস্বল ও জেলা শহরগুলোতে ছড়িয়ে পড়েছে মহামারি আকারে। কুড়িগ্রামেও করোনায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) কুড়িগ্রাম প্রেস ক্লাবে বিএনপির পক্ষ থেকে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন রিজভী। অনুষ্ঠানে এক হাজার সার্জিক্যাল মাস্ক, ৪৫টি পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা দলের আহ্বায়ক অ্যাডভোকেট রেহেনা খানম বিউটির মৃত্যুতে কুড়িগ্রামের বাসভবনে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান এবং কবর জিয়ারত করেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণেও ব্যর্থ হয়েছে সরকার। স্বাস্থ্যখাত আজ দুর্নীতিতে নিমজ্জিত। এর সঙ্গে সরকারদলীয় লোকজন জড়িত। অথচ সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি বলেন, শুরুর দিকে করোনা মোকাবিলার প্রস্তুতি নিলে ভাইরাসটি এতো প্রভাব বিস্তার করতে পারতো না। সরকার তখন অন্য একটি কাজে ব্যস্ত ছিল। করোনা নিয়ন্ত্রণে কোনো কাজ করেনি। করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকার। তারপরও প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য সরকারের মন্ত্রী-এমপিরা বানিয়ে অসত্য, মিথ্যা কথা বলছেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মানুষ করোনায় মারা যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে করোনার প্রকৃত তথ্য মানুষকে জানালে তারা সচেতন হতে পারতেন। কিন্তু সরকার সেটি না করে মিথ্যা বলছে যে, করোনা নিয়ন্ত্রণে আছে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহ-সভাপতি রশীদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম-সম্পাদক হাসিবুর রহমান হাসিব।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি