সব
শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স এসোসিয়েশনের এলামনাই সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘সুপা ফাউন্ডেশন’ একটি একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগটন। এ ফাউন্ডেশন ফটোগ্রাফি সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি ফান্ড কালেকশন করা হয়।
‘সুপা ফাউন্ডেশন’ সেই ফান্ডের কিছু অংশ সিলেট সদরের সাহেব বাজার হাই স্কুল এন্ড কলেজের ১১ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু (প্রতিবন্ধী) শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও সুপা ফাউন্ডেশনের সদস্য গৌতম দেব, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাঈনুল জাকির, সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ, সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, গভর্নিং বডির সদস্য শিক্ষানুরাগী মো. ইকলাল আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সুপা ফাউন্ডেশনের সদস্য গৌরব সাহাসহ সুপা ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রঙ পেন্সিল, ইরেজার, শার্পনার, ক্লিপ বোর্ড, ও নগদ ১০০০ টাকা করে শিক্ষা সহায়তা দেয়া হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি