সব
তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সিলেট বিভাগের তিনটি পৌরসভা। সিলেটের তিনটিসহ তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আজ চূড়ান্ত করা হয়েছে।
সিলেট বিভাগের গোলাপগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. রুহেল আহমদ, জকিগঞ্জে বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন ও মৌলভীবাজার (সদর) পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. ফজলুর রহমান।
তৃতীয় ধাপের নির্বাচনে সিলেটের ৩টিসহ সারা দেশের ৬৪টি পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি।
৩০ জানুয়ারি এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি