সব
পুলিশের অভিযানে উচ্ছেদের পরও বন্ধ হচ্ছে না নগরীর চালিবন্দর এলাকার কয়েদির মাঠের অবৈধ পশুর হাট। মঙ্গলবার দুপুরে এই মাঠ থেকে অবৈধ পশুর হাট বন্ধের নির্দেশ দেয় কোতোয়ালি থানা পুলিশ। কিন্তু আয়োজকরা তাতে কর্ণপাত না করায় রাতে ফোর্স নিয়ে সেখানে উচ্ছেদ অভিযান চালান কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা।
কিন্তু তবুও হাট বন্ধ করছেন না আয়োজকরা। বুধবার দিনের বেলায় গিয়ে দেখা যায়, সাধারণভাবেই চলছে এই পশুর হাট।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ইফতেখার, ইমন, মিজানের নেতৃত্বে এ পশুর হাট বসানো হয়েছে।
এ ব্যপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, আমরা গতকাল রাতে অভিযান করে হাট উচ্ছেদ করি এবং ব্যবসায়ীদের বৈধ বাজারে পশু বিক্রি করার জন্য অনুরোধ করি। কিন্তু তারা যদি এই নির্দেশনা অমাণ্য করে তবে আবারো আমরা অবৈধ হাটের বিরুদ্ধে অভিযান করব।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি