সব
সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পাওয়ায় ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশসহ বিভিন্ন আইনশৃ্খলা বাহিনীর সদস্যরা।
সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় বোমসাদৃশ বস্তুকে ঘিরে তৈরি হওয়া আতঙ্ক এখনও কাটেনি। সর্বশেষ রাত সাড়ে ৯ টার দিকে র্যাব-৯ এর একটি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, রাত কিংবা সকালের মধ্যেই ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম সিলেটে আসার কথা রয়েছে। হেলিকপ্টারযোগে দলটি সিলেট এসে পৌঁছাবে বলে জানা গেছে। তবে কখন কিভাবে দলটি সিলেট এসে পৌঁছাবে তা এখনও জানা যায়নি।
এর আগে বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশের মোটরসাইকেলের মধ্যে ‘বোমা’ থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর ফলে দেখা দিয়েছে আতঙ্ক। এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশপাশ এলাকার ঘিরে রাখেন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সদ্যসদ্যরা।
সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে চৌহাট্টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। চৌহাট্টা পয়েন্টে আগে পুলিশ বক্স যেখানে ছিল, এর পাশে রয়েছে ওই মোটরসাইকেলটি। মোটরসাইকেলটির মালিক এসএমপি’র ট্রাফিক সার্জন চয়ন নাইডু। তিনি সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টের পাশে মোটরসাইকেলটি রেখে পাশের চশমার দোকানে যান। সেখানে কাজ সেরে এসে দেখেন মোটরসাইকেলের উপর ‘বোমা’ সাদৃশ্য বস্তু। তখনই উনি প্রাশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মোটরসাইকেলে বোমা আছে কিনা, নিশ্চিত হওয়া যাবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি