পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ১১:২৪ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য সবার জীবনমান উন্নয়ন করা। দেশকে উন্নত করা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নই করাই সরকারে একমাত্র লক্ষ্য। তাদের সর্বোচ্চগুরুত্ব দিয়েই কাজ করা হচ্ছে।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ২৬২টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান মন্ত্রী এসব কথা বলেন। সরকারের চারটি প্রকল্পের মাধ্যমে উপজেলার দরিদ্র, অসচ্ছল ও পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২৬২টি ঘর নির্মাণ করে দেওয়া হয়। বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এই চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘চা শ্রমিক থেকে শুরু করে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের উন্নয়নে সরকার বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্কভাতা, বিধবাভাতা ও স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি নানামুখী সেবা কার্যক্রম চলমান আছে। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে। এটা একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া এটা সম্ভব ছিল না।’

এরআগে একই স্থানে বড়লেখা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১ হাজার ৮৭৯ জন চা শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বক্তব্যে চা শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আগের থেকে চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হয়েছে। তবে আপনাদের (চা শ্রমিকদের) জীবনমানের উন্নয়ন আপনাদেরকে করতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হবে। আপনাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে চাকরি করলে জীবন উন্নত হবে। জীবনমানেরও পরিবর্তন হবে। সরকার চা শ্রমিকদের ঘর নির্মাণ করে দিচ্ছে। বাগানগুলোতে স্কুল নির্মাণ করে দেওয়া হচ্ছে। জীবনমানের উন্নতি করতে হলে শিক্ষার বিকল্প নাই।’

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চানায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি