সব
কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের ফলে সিলেটের সকল নদ-নদীর পানি বাড়ছে। সুরমা, মনু, ধলাই ও খোয়াই নদীর এই পানি বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। তবে এই সময়ে কুশিয়ারা নদীর পানি বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে ৬৫ সেন্টিমিটার, সুনামগঞ্জ পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে একই নদীর পানি সিলেট পয়েন্টে কমেছে ৩ সেন্টিমিটার।
আর কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে ৭ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৩ সেন্টিমিটার কমেছে। তবে শেরপুর পয়েন্টে ৩১ সেন্টিমিটার, মার্কুলী পয়েন্টে ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে। পানি বেড়েছে গোয়াইনঘাটের সারি নদীর। এই নদীর পানি সারিঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়েছে।
মৌলভীবাজারের মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৪০ সেন্টিমিটার তবে মৌলভীবাজার পয়েন্টে ২৭ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে পানি কমেছে ধলাই নদীর। এই নদীর পানি কমলগঞ্জ পয়েন্টে ২৭ সেন্টিমিটার কমেছে।
অন্যদিকে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে ১২০ সেন্টিমিটার, হবিগঞ্জ পয়েন্টে ১৫ সেন্টিমিটার বেড়েছে। আর পুরাতন সুরমা নদীর পানি দিরাই পয়েন্টে ১ সেন্টিমিটার কমেছে।
তবে সকল নদীর পানিই প্রতিদিন বাড়লেও আপাতত চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সিলেট অফিসের কর্মকর্তারা। তাঁরা বলছেন, আগামী ৯ থেকে ১১ জু টানা বৃষ্টি হবে। একই সাথে উজানেও বৃষ্টি হবার সম্ভাবনা আছে। এতে নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচেই থাকবে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত সিলেট স্টেশনে ৮ মিলিমিটার, সুনামগঞ্জে ৮ মিলিমিটার, শেওলায় ৬ মিলিমিটার, সিলেটের কানাইঘাটে ২২ মিলিমিটার, লালাখালে ২৩১ মিলিমিটার, জাফলংয়ে ১২৯ এবং হবিগঞ্জ স্টেশনে ৮ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
একই সময়ে ভারতের পাসিঘাট স্টেশনে ৪৪ মিলিমিটার, আগরতলায় ৩০ মিলিমিটার এবং তেজপুর স্টেশনে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে- দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এই সময়ে কুশিয়ারা নদীর পানি বাড়বে না বলেও জানানো হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর সিলেটের সিনিয়ার আবহাওয়াবিদ আবু সাইদ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিলেটে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টাও সিলেটে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মঙ্গলবার সিলেট সিটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি