সব
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের জানাযার নামাজ শেষে গুজারাই গ্রামে মা-বাবার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীবাজার পৌর ঈদগাহ ময়দানে আজিজুর রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় । পরে সদর উপজেলার গুজারাই গ্ৰামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান।
এর আগে তিনি করোনা আক্রান্ত হলে গত ৫ আগস্ট বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে মৌলভীবাজার থেকে ঢাকায় আনা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি