পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে স্ত্রী-শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ৮:২০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে তার স্ত্রী সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে তারা দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার পর জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তারা।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাপুলের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে জানা গেছে, তিনি এনআরবি ব্যাংক থেকে ১৪শ’ কোটি টাকা ও হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
গত ৬ জুন কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলামকে আটক করে কুয়েতের সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি