পাঁচটি কলেজে পোস্ট বেসিক বিএসসি নার্সিং চালু করায় সিলেট বিএনএ সেক্রেটারীর কৃতজ্ঞতা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১, ১২:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দেশের সাধারণ নার্সিং কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট নার্সিং কলেজসহ দেশের পাঁচটি কলেজে পোস্ট বেসিক বিএসসি নার্সিং চালু করা হয়েছে। এর মাধ্যমে নার্সদের উচ্চ শিক্ষা অর্জনের পথ সুগম করায় সিলেট বিভাগের নার্সিং কর্মকর্তাদের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব আলী নূর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার ও পরিচালক (শিক্ষা ও প্রশাসন) আবদুল হাই পিএএ এর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

এক বিবৃতিতে তারা বলেন, এর ফলে প্রতিটি কলেজে পোস্ট বেসিক বিএসসি কোর্সে ১০ জন ও পাবলিক হেলথ নার্সিং কোর্সে ১০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এতে নার্সিং কর্মকর্তাদের উচ্চ শিক্ষার পথ প্রশস্ত হলো।

এছাড়া তিনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অপেক্ষমান নার্সিং কর্মকর্তাদের জন্য উন্মুক্ত লাইব্রেরি চালু করায় অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার ও পরিচালক (শিক্ষা ও প্রশাসন) আবদুল হাই পিএএ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি