পরিস্থিতি স্বাভাবিক হলেই মুজিব বর্ষ টি-টোয়েন্টি

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০, ১:৩০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ বছর ক্রিকেটীয় নানা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিসিবির সকল পরিকল্পনা ভেস্তে যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গেল মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-টুয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও করেছিল বিসিবি। আর মার্চ থেকেই দেশে করোনার প্রাদুর্ভাব বাড়তে শুরু করে। তাতে ভেস্তে যায় টি-টুয়েন্টি সিরিজটি।

তবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-টুয়েন্টি ম্যাচ আয়োজনের ভুলে যায়নি বিসিবি। দেশের করোনা পরিস্থিতি অনুকূলে আসলেই তা আয়োজন করার প্রবল ইচ্ছা আছে বিসিবির। এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘এখনো আমাদের পরিকল্পনায় আছে। কিন্তু আপনারা জানেন যে, বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে এই মুহুর্তে তা আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে আসলেই আমরা অবশ্যই দু’টি ম্যাচ আয়োজন করবো।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি