পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বেঞ্চ ও মাল্টিমিডিয়া বিতরণ

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১১:২০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ ১১৩৭ জোড়া এবং ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ সম্পন্ন হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বেঞ্চ ও প্রজেক্টর বিতরণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা বাজার এলাকার সংসদ মুহিবুর রহমান মানিক ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফী চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনসুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার পুরকায়স্থ, ইউজিডিপি- কর্মকর্তা দেবাশীষ রায়, আওয়ামীলীগ নেতা মুশাহিদ আলী প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি