পররাষ্ট্রমন্ত্রীকে শান্তনা দিতে হাফিজ কমপ্লেক্সে ডিসি-এসপিসহ আ.লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ৯:২৪ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সদ্য প্রয়াত দেশ বরেণ্য অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মারা গেছেন। মুহিতের সহোদর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপিকে হাফিজ কমপ্লেক্সে সমবেদনা জানাতে সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি আজবাহার আলী শেখ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।

শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৪ টায় মোমেনদের বাসা ধোপাদিঘীর পাড়স্থ হাফিজ কমপ্লেক্সে তারা যান।

এর আগে বিকেলে আকাশপথে সিলেটে এসে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২:৫৬ ঘটিকায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিত মারা যান। ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবু আহমদ আবদুল হাফিজ ও মাতা সৈয়দা শাহার বানু চৌধুরী। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৪ ভাইবোনের মধ্যে তার অবস্থান তৃতীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, ভাই-বোন, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি