‘পদ্মশ্রী’তে ভূষিত হলেন বাংলাদেশের সনজীদা ও কাজী সাজ্জাদ

আন্তর্জাতিক ডেস্ক ;
  • প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১১:৫২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের দুই গুণী ব্যক্তিত্ব সনজীদা খাতুন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ভারতে ১৯৫৪ থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ‘পদ্মশ্রী’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মাননা দিয়ে থাকে।

এটি সাধারণত ভারতের নাগরিকদেরই দেওয়া হয়। তবে এবার বাংলাদেশের দুই গুণী ব্যক্তি এই খেতাব জিতলেন।

ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি সনজীদা খাতুন। বায়ান্নর ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। কাজ করেছেন মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ফ্রন্টে, রূপান্তরের গানে, মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সভাপতি হিসেবেও।

আর লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাব দিয়েছে। ২০১৩ সালে পেয়েছেন স্বাধীনতা পদকও।

ভারতীয় হাইকমিশন থেকে পদ্মশ্রীজয়ী দুই বাংলাদেশিকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি