নয়াসড়কে মাদ্রাসার কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ : আহত ৪

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ৩:২৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর নয়াসড়কে জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসার কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা যায়, নয়াসড়কে জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসার কমিটি গঠন নিয়ে সম্প্রতি দুপক্ষের বিরোধ দেখা দেয়। দীর্ঘদিন থেকে পারিবারিক সিদ্ধান্তের উপর পরিচালিত হচ্ছে মাদরাসাটি। সম্প্রতি কমিটিকে কেন্দ্র করে বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সুরাহা হয়নি।

বুধবার দুপক্ষকে নিয়ে সমোঝতার মাধ্যমে কমিটি গঠন করার সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, মাদরাসার কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ ছিলো। বিরোধ থাকাবস্থায় কমিটি গঠন করতে বসেছিলেন সবাই। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় ৩/৪জন আহত হয়েছেন। তারা ওসমানী মেডিকেলে চিকিৎসা নিতে যান।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি