সব
নগরীর দক্ষিণ সুরমায় অবৈধভাবে মজুদকৃত প্রায় কোটি টাকার পাথর নিলামে বিক্রি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স সিলেট শহরতলীর কদমতলী ফেরিঘাট ও মুরাদপুর এলাকায় মজুদকৃত এই পাথর নিলামে বিক্রি করে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাট এলাকায় অবৈধভাবে মজুদকৃত পাথর নিলামে ৫১ লাখ টাকায় বিক্রি করা হয়। এছাড়া উত্তর সুরমার মুরাদপুর ও মীরেরচক এলাকায় জব্দকৃত পাথর বিক্রি করা হয় ৩৯ লাখ ৮০ হাজার টাকায়। দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার মৃত ইর্শাদ আলীর ছেলে নূরুল ইসলাম এই পাথর ক্রয় করেন।
এর আগে সোমবার সিলেট জেলা প্রশাস ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে সুরমা নদীর তীরে অবৈধভাবে পাথর পরিবহন করায় দুটি বাল্কহেড জাহাজ বিকল করা হয় এবং ৩০ টি ডিজেল ইঞ্জিন, ২৩ টি ছোট-বড় ক্রাশার মেশিন ও আনুসাঙ্গিক দ্রব্যাদিসহ মোট ১ কোটি ১২ লাখ টাকার সরঞ্জাম ধ্বংস করা হয়। পাশাপাশি ১ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। নিলামে পাথর বিক্রির সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি