নির্মল অক্সিজেন পেতে হলে বৃক্ষের কোন বিকল্প নেই: মেয়র আরিফ

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১১:২১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্মল অক্সিজেন পেতে হলে বৃক্ষের কোন বিকল্প নেই। বৃক্ষরোপন ও পরিচর্যায় আমাদেরকে সচেতন হতে হবে।

তিনি শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরতলীর বাইপাস সুরমা গেইটে সিলেট এগ্রো হাউজ নার্সারী এন্ড গার্ডেন সেন্টার এর নতুন সংযোজন গার্ডেন ক্যাফে’র উদ্বোধন এবং গার্ডেনার ও বৃক্ষ প্রেমীদের নিয়ে গেট-টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষে মেজরটিলা থেকে শাহপরান পর্যন্ত রাস্তার দু’পাশে ময়লা আবর্জনা অপসারন করে ডিভাইডার নির্মাণের মাধ্যমে বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের জন্য তিনি সিলেট এগ্রো হাউজকে আহবান জানান।

সিলেট এগ্রো হাউজ এর কর্ণধার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে গেট-টুগেদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট ও বৃক্ষ প্রেমিক আফতাব চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আফাজুর রহমান, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মার্কেটিং ডাইরেক্টর রোটারিয়ান মো. জাকির হোসাইন খাঁ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সবল কুমার তালুকদার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান সুরাইয়া রহমান খান, শাহপরান ক্যাম্পাসের ইনচার্য্য সাইফুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ফিতা কেটে সিলেট এগ্রো হাউজ নার্সারী এন্ড গার্ডেন সেন্টার এর নতুন সংযোজন গার্ডেন ক্যাফে’র উদ্বোধন করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি