সব
নিউ ইয়র্কে বিশ্বনাথ সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন গ্লেন আইল্যান্ডে পার্কে ৯ জুলাই ( রবিবার ) অনুষ্ঠিত হয়েছে। এবারের বনভোজনের স্পট ছিলো প্রাকৃতিক পরিবেশে ঘেরা ও নান্দনিক।
শুধু বিশ্বনাথবাসী নয়, অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা সবাই আয়োজনের প্রশংসা করেছেন, বলেছেন খুবই গোছানো পিকনিক । সারাদিন সুশৃঙ্খল ভাবে আয়োজন চলেছে।রুচিশীল খাবারে ছিলো ভরপুর।
সকাল ১১টার দিকে বিশ্বানাথ প্রবাসী কল্যান সমিতির নেতৃবৃন্দের এবং অতিথিদের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি সেবুল খান মাহবুবের সভাপত্বিতে সাধারণ সম্পাদক শিহাব আহমদ ও বনভোজন উপ কমিটির সদস্য সচিব মাসুম আহমদের পরিচালনায় এসময় বক্তারা বনভোজনের উপস্থিত সকলকে অভিনন্দন জানান ।
বক্তব্য পর্ব শেষে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট শুরু হয় । শিশু-কিশোর-কিশোরী, তরুন-তরুনীদের সাথে বয়স্কদের দৌড় আর ফুটবল খেলা ছিলো বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ । মহিলাদের অংশগ্রহণে হাড়িভাঙ্গা এবং বালিশ খেলাও আনন্দ দিয়েছে সবাইকে। দিনশেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । এছাড়া ভাগ্যের খেলা “লটারী”তে আকর্ষণীয় পুরস্কার ছিলো ।
দিনব্যাপী বনভোজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির অব ইউ এস এ ইনক এর উপদেষ্টা ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিয়া, মনির আহমদ, ছালিক শিকদার ও অলিউর রহমান, সাবেক উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও শমশিদ খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আব্দুল হাসিম হাসনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ট্রাস্টি খসরুজ্জামান কয়েস, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন কামালি, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, কমিউনিটি এক্টিভিস্ট মূলধারার রাজনাতিবিদ আব্দুস শহিদ, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি জয়নাল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন কামরান, ফয়জুন নূর চৌধুরী, মামুন ইসলাম, জালাল এ চৌধুরী, শাব্বির কাজী, লুকু, প্রফেসর আমিনুল হক চুন্নু, সংগঠনের সহ সভাপতি ও বনভোজন উপ কমিটির আহবায়ক আজাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক আদনান, কোষাধ্যক্ষ আজম আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল আহাদ,সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলি, প্রচার সম্পাদক আবুল কালাম আইন ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমদ ,ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক মাসুক আহমদ, সদস্য আব্দুল মনাফ,কবির আহমদ ফারুক হীরা মিয়া সৈয়দ এনাম, ফজির আহমদ আশরাফ, শারফিন মোরশেদ, নিউইয়র্ক সিটির পুলিশ সদস্য বেলাল আহমদ ,কাওসার আহমেদ, শামিম আহমদ, সি পি এ জাকির চৌধুরী, ইমরান আলি টিপুস, আবুল কাশেম, আব্দুস সালাম, স্টারলিং ডায়াগনস্টিক এর মোহাম্মদ আলী,মোহাম্মদ আলী রাজা, শফিক আহমদ ,হুমায়ুন সোহেল,জামালআহমেদ ,ফজর আলী (প্রমুখ)।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি