নারীদের কল্যাণে নিজের জমি দান করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

;
  • প্রকাশিত: ৯ জুলাই ২০২০, ১২:৪২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজের পৈতৃক ভিটার ৪১ শতক জমি সরকারের অনুকূলে দান করেছেন। নারীদের কল্যাণে, বিশেষ করে গ্রামীণ নারীদের কল্যাণে এখানে হবে পরিকল্পনামন্ত্রীর মায়ের নামে ‘আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট’। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের নামে এই জমি রেজিস্ট্রি করে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নিকট এই দলিল হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমার আবেগ-অনুভূতির স্মৃতি এটি। আমার পৈত্রিক ভিটা বলতে এটিই। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা এই বাড়িতে থেকেই অনেক কষ্টে আমাকে লালন করেছেন। পড়াশোনা করিয়েছেন। আমার মায়ের স্মৃতি ধরে রাখার জন্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট’ নামের প্রতিষ্ঠানটির নামকরণ করেছেন।’

তিনি বলেন, ‘অসহায়, দুস্থ, বিধবা, দরিদ্র নারীদের কল্যাণে এটি ব্যবহার হবে। গ্রামের অসহায় নারীরা প্রশিক্ষণকেন্দ্রে যাতে থাকতে পারে এবং সেখানে কম্পিউটার, বুটিক, সেলাইসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ নিতে পারে, সেই চিন্তা থেকে আমি জমিটি দান করেছি।’

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নিকট দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, শফিক মোহাম্মদ জাভেদ, কামরুল ইসলাম শিপন, মঈনুল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি