সব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
আবৃত্তি শিল্পী নাফিসা তানজীনের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী নাজমা পারভীন, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান পরিবেশন করেন সংগীতশিল্পী অনিমেষবিজয় চৌধুরী ও অর্পিতা রাণী তালুকদার। ৭ই মার্চের ভাষণের অংশবিশেষ উপস্থাপন করেন মুগ্ধ মৈনাক সরকার।
দলীয় পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী, ছন্দনৃত্যালয় সিলেট, নৃত্যকণা একাডেমি, ফেঞ্চুগঞ্জ, নৃত্যাঞ্জলি, গোলাপগঞ্জ এবং মৃত্তিকায় মহাকাল, সিলেট। গান, নৃত্য, কথা ও কবিতায় উপস্থাপিত সকল পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি