সব
সুনামগঞ্জের দিরাই উপজেলার টুক দিরাই গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে সিলেটের টুকের বাজারে জাহাঙ্গীরের মেয়ে।
জানা গেছে, সুমাইয়া আক্তার চাচা-চাচীর সাথে একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসছিলো। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে সমবয়সী ৩/৪ জন মেয়ের সাথে কালনী পার্শ্ববর্তী চামটি খালে গোসল করতে যায়। সবার সাথে সুমাইয়া আক্তার খালের পানিতে ডুব দিলে সে আর উঠেনি। সহপাঠীরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তৎক্ষণাৎ গ্রামের লোকজন জাল দড়ির সাহায্যে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধারে ব্যর্থ হয়ে অভিযান সমাপ্তি ঘোষণা করে চলে যান।
দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমরুল হক বলেন,‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ আপাতত বন্ধ করা হয়। আগামীকাল ফের উদ্ধারকাজ শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি