নানকার পালায় মুগ্ধ সিলেটের দর্শক

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটে সফলভাবে মঞ্চায়িত হলো শিল্পকলা একাডেমির উদ্যোগে নির্মিত নাটক ‘নানকার পালা’। শুক্রবার সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় আব্দুল্লাহেল মাহমুদ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. আহমেদুল কবির। প্রযোজনাটির নবপাঠ ও সহনির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম সায়ান।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের সভাপতিত্বে নাটকের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জেবুন্নেসা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সংগঠক মাহবুবুজ্জমান চৌধুরী প্রমুখ।

১৯৩৮ সালের দিকে সুনামগঞ্জ, সিলেট সদর ও করিমগঞ্জ মহকুমায় নানকাররা নানা নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ভারত রক্ষা আইনের দোহাই দিয়ে ব্রিটিশ সরকার ও জমিদার শ্রেণি আন্দোলনকারীদের ওপর নির্মম নির্যাতন চালায়। সেই ঘটনাকেই কেন্দ্র করে তৈরি হয়েছে নাটক নানকার পালা।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিষা রায় অমি, দেবী রাজলক্ষ্মী তালুকদার, রোহেনা সুলতানা, পরাগরেণু দেব তমা, মো. শিমুল হাসান, রুবেল রাজ, মিহরাব আহমদ চৌধুরী হোসাইন, অমিত পণ্ডিত, প্রত্যাশা চৌধুরী শ্যামা, অনন্যা দাশ ঐশী, জ্যোতি সোম নূপুর প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি