নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ১৫ কৃষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক ;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ৮:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাটসিনা প্রদেশে বন্দুকধারীদের হামলায় ১৫ কৃষক নিহত হয়েছে। সোমবার রাজধানী ক্রিস্টিনা থেকে ২৫ কিলোমিটার দূরে ইয়ারগামাজি গ্রাম এ ঘটনা ঘটে।

প্রদেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র গামবো ইসহা বলেন, প্রায় ২০০ বন্দুকধারী মোটর সাইকেলে করে এসে গ্রামের কৃষকদের ঘেরাও করে গুলি চালায় ও তাদের গবাদি পশু লুণ্ঠন করে নিয়ে যায়। এ সময় বন্দুকধারী দস্যুদের হামলায় নিহত ১৫ জনের মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় অধিবাসীরা বলেছেন, স্থানীয় সময় সকাল ১১ টায় হামলাকারীরা এখানে পৌঁছে গ্রামের বাইরে কৃষকদের মাঠে দাঁড় করে গুলি চালিয়ে হত্যা করে। গত মাসে ডাকাতরা একইভাবে ৫৭ জনকে হত্যা করেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি