সব
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে এর কেন্দ্রীয় ব্যান্ড সংগীত ক্লাব ‘কসমিক্ রে’ এর দশ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড শো’র আয়োজন করা হয়। শনিবার (১৩ জুলাই) বিকেল ৩ টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান শুরু হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন ঘোষণা করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম।
প্রধান অতিথির বক্তব্যে এনইইউবি উপাচার্য বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না পাশাপাশি সাং¯কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হতে হবে। দেশীয় সংস্কৃতি ধারণ ও লালন করতে হবে।
তিনি বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ সবরুল করিম ও সেক্রেটারি প্রসেনজিৎ চন্দ পলাশসহ কমিটির সকল সদস্য এবং পুরাতন কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের নিরলস প্রচেষ্টায় প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হওয়ায় ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মনজুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ হবে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে সর্বক্ষেত্রে মেধার সাক্ষর রাখতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রর শাহজাদা আল সাদিক, ফিনান্স ডিরেক্টর অশোক রঞ্জন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
দশ বছর পূর্তি উপলক্ষে ডি-রিম- নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট শহরের ব্যান্ড এবং কসমিক রে- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অংশ নেয়।
অনুষ্ঠানটিতে কসমিক রে এর পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য মনজুর কাদির শাফি চৌধুরী এলিমকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রফেসর ড. মো.ইলিয়াস উদ্দিন বিশ্বাস কসমিক রে এর উপদেষ্টা মো. আমির হোসেন এবং পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান করেন।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফারহান মাসুদ ভূঁইয়া ও ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী দিপা সিনহা। অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি