নর্থ ইস্টে একদিনে করোনায় মারা গেলেন ৩ জন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ৮:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একদিনেই করোনায় মারা গেলেন মৌলভীবাজারের তিনজন। এর মধ্যে একজন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক নুরুল আলম নোমান।

নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সমন্বয়ক অধ্যাপক ডা. নজমুল ইসলাম তথ্যটি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দিবাগত (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মো. নুরুল আলম নোমানের (৪৫) মৃত্যু হয়। তিনি সর্দি, কাশি, জ্বর ও হৃদরোগ, ডায়াবেটিস, পেটের সমস্যাসহ অনেকগুলো রোগে ভুগছিলেন। তার বাসা মৌলভীবাজার পৌর শহরের সুলতানপুর এলাকায়।

একই রাত ১২টা ২০ মিনিটে নর্থ ইস্ট হাসপাতালে দেবেশ রঞ্জন দত্ত (৬৫) এবং রাত সাড়ে ১০টার দিকে কাঞ্চন চক্রবর্তী শ্যামল (৭৪) নামে আরও দুই ব্যক্তি মারা যান। তাদের দু’জনের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায়। উভয়ে গত ১০/১২দিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি