সব
আগামী বছর ২০২২সালের ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা।ইতিমধ্যেইই প্রত্যেক স্কুল,কলেজ ও ইউনিভার্সিটিতে প্রস্তুতি গ্রহন চলছে।
আগামী বছরের পূজা উপলক্ষ্যে সিলেট এর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে “সরস্বতী পূজা উদযাপন পরিষদ ২০২২” কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দ্বীপরাজ দাস দ্বীপায়নকে সভাপতি ও জ্ঞান ব্রত ধর (শুভ)কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে
সহ-সভাপতি – গুরু প্রসাদ চন্দ দ্বীপ, উত্তম কাব্য, বিপ্লব দেবনাথ, সপ্তর্ষী দেব, শিপন দেবনাথ,পিয়াল কান্তি রায়,পলি রানী দাস,তৃনা রায়।
সহ-সাধারন সম্পাদক – জনি ভট্টাচার্য্য, সৌমিত্র দাস, পিংকি শিল,ঐশী দেব,শীব প্রসাদ রায়, দেবশ্রী রায় চৌধুরী, প্রবীর সামন্ত।
কোষাধ্যক্ষ – কপিল দাস।
সহ-কোষাধ্যক্ষ – সুব্রত পাল।
সাংগঠনিক সম্পাদক – অয়ন দে, জয়তোষ দাস, প্রীতম পাল, সাগর রায়, প্রিন্স চক্রবর্তী।
মহিলা বিষয়ক সম্পাদক – নিপা তালুকদার।
সহ-মহিলা বিষয়ক সদস্য – অধরা তালুকদার এনি ,ইপা দত্ত, শ্যামা পাল।
সাজ-সজ্জা বিষয়ক সম্পাদক – আঁখি সরকার।
সহ-সাজ-সজ্জা বিষয়ক সম্পাদক – প্রিয়াংকা দাস, অনামিকা চন্দ, ঐশী সেনগুপ্ত।
সদস্য – সুস্মিতা দে, দেবব্রত দাস দেব, অমৃতা হিয়া, অংকুর দেব, সৌমিত্র চৌধুরী উল্লাস, শ্রাবনী সাহা, দ্বীপ্ত দাস, অপূর্ব দাস, প্রত্যয় চৌধুরী, মৃদুল চক্রবর্তী রাজ, সুদীপ সিং, পিয়াস দাস প্রিন্স, অজয় দেবনাথ,অনিক সরকার।
কমিটির উপদেষ্টা মন্ডলীরা হলেন – প্রীতম চৌধুরী, তন্ময় দাস, হৃদয় অনিক, আশিষ দে প্রিতম,ঈশিতা পুরকায়স্থ,সুজন বিশ্বাস, মৃদুল কান্তি বিশ্বাস,শংকু চৌধুরী, জীবন শর্মা,রাখাল চন্দ্র দাস, পলাশ বৈদ্য, বিপ্লব চন্দ বাঁধন,বাঁধন বৈদ্য, নোবেল দাস পাপন, অয়ন দে, টুটূল চন্দ্র দাস, বিলাসী দেবনাথ, প্রমা নাথ, হিমানী দে রূপা, অদিতি পাল মিতি, শ্রাবনী দেবনাথ, অপর্ণা ভৌমিক,পলাশ বর্মন,সুমিত চৌধুরী,হিমেল পাল প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি