নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

নবীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১:১০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নবীগঞ্জ উপজেলা প্রশাসন।

শনিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে প্রতিস্থাপনের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতার প্রতিস্থাপনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, ওসি(তদন্ত) উত্তম কুমার দাশ, কৃষি অফিসার মাকসুদুল করিম,মৎস্য অফিসার আসাদ মিয়া,উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক খান, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান,নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমিরন দাশসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি