নবীগঞ্জে ভূয়া রেভিমিউ স্ট্যাম্প, কোর্ট ফি বিক্রির দায়ে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নবীগঞ্জে ভুয়া রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ইত্যাদি বানিয়ে বিক্রি করার দায়ে জরিমানা।রাষ্ট্রের এতে অনেক রেভিনিউ ক্ষতি হয়। এ ধরণের অপরাধ জাল নোট বিক্রির বা তৈরির সমমান।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্ট্যাম্প ভান্ডর ও দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নকল স্ট্যাম্প, রেভিনিউ পাওয়ায় বন্ধন টেলিকমের মালিক মোঃ বিল্লাল হোসেন (২৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টে মাধ্যমে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। প্রশাসনিক সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ এবং নকল সনাক্ত করুন এযন্ত্র দিয়ে সহায়তা করেন ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শেখ মহি উদ্দিন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি