নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২ আগস্ট ২০২০, ১:০৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুর মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দিলাল মিয়া নামের এক যুবক।

রোববার (২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার আউশকান্দি ইউপির জিয়াদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুর মিয়া মৃত হানিফ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ির ঘরের চালায় টিভির এন্টেনার লাগাতে গিয়ে বসত ঘরের চালার উপর দিয়ে বিদ্যুৎ এর লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে জাওয়ার সময় রাস্তায় মারা যায় সাইফুর মিয়া।

জিয়াদিপুর গ্রামের মেম্বার ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি