নবীগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ শহরে পথচারীকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির এক মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে আনুমানিক সাড়ে ১২ টার সময় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, ইলিয়াস বিরিয়ানি হাউজের প্রতিষ্ঠাতা পৌর এলাকার আনমুনু গ্রামের বাসিন্দার আব্দুল মজিদ মিয়ার ছেলে ইলিয়াস আহমেদ বাবু (২৯) ও আনমুনু গ্রামের আবুল কালামের ছেলে কাজল মিয়া (২৮)।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডা.ইদ্রিস বলেন, তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুই জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি