সব
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মোছাঃ ছালেমা বেগম (৬৫) নামের এক মহিলা লাশ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার সকালে জালালপুর নামক স্থান থেকে মহিলার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মোছাঃ ছালেমা বেগম জিহাদিপুর গ্রামের সঞ্জব উল্লাহর স্ত্রী।ছালেমা বেগম একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। স্থানীয় লোকজন ৭/৮ বছর যাবত উক্ত মানসিক ভারসাম্যহীন মহিলাকে ঢাকা-সিলেট মহা সড়কের আশেপাশে বিভিন্ন সময় ঘুরাঘুরি করতে দেখেছেন।
স্থানীয় লোকজন সকালে লাশটিকে দেখতে পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ধারনা করা যাচ্ছে রাতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি