সব
হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহমেদ ফায়েক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার এ ঘটনা ঘটে।
আহত ফায়েক উপজেলার মস্তফাপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ইনাতগঞ্জ থেকে নবীগঞ্জ আসার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত হন মোটরসাইকেল আরোহী ফায়েজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় নাজমুল ইসলাম ঘটনার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি