নবীগঞ্জে কিশোরীর আত্মহত্যা

নবীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামে আয়শা বেগম (১৬) নামের এক কিশোরী আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার সকালে তার মামার বাড়িতে আত্মহত্যা করেছে। ছোট ভাকৈর গ্রামের আব্দুল মজিদ কালা মিয়ার বাড়িতে মৃত ফুল মিয়ার মেয়ে আয়শা বেগম (১৬)আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল আয়েশা বেগম। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে যে মানসিক রোগের কারনে এই ঘটনাটি ঘটে। শনিবার সকালে ১১ টার দিকে আয়েশা বেগমের রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে অনেক সময় ডাকাডাকি করেন আয়শার মামাতো ভাই। কোন সারা শব্দ না পেয়ে চালের উপরে উঠে দেখতে পান আয়শা বেগম ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ঝুলে রয়েছে।

দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে কাজির বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি