নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩৮১০০ টাকা জরিমানা

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ৯:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার ( ২৬ আগস্ট) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

এসময় রাস্তার দুই ধারে বিভিন্ন অবৈধ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এসময় ১৬ টি মামলায় বিভিন্ন পরিমাণে মোট ৩৮১০০ টাকা জরিমানা  করা হয়।

অভিযানে শহরের মধ্যবাজার, স্কুল রোড, শেরপুর রোডসহ বিভিন্ন রাস্তার উপর স্থাপিত অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এবং এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। উচ্ছেদ কার্যক্রমে লোকবল এবং গাড়ি সহায়তা প্রদান করেন সম্মাননীয় পৌরসভার মেয়র জনাব সাবির হোসেন। প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন বলেন, ‘উপজেলায় আজ থেকে এ কার্যক্রম শুরু হল এবং নিয়মিত এটি অব্যাহত থাকবে। যানজটমুক্ত এবং জনগণের ভোগান্তিহীন ভাবে চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি