নবীগঞ্জের পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী সস্ত্রীক করোনা আক্রান্ত

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৬ আগস্ট ২০২০, ৭:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ পৌরসভার মেয়র ও তার স্ত্রীসহ আরও ৫ জন করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন। বুধবার (৫ আগষ্ট) রাতে এ রিপোর্ট আসে। মঙ্গলবার (৪ আগষ্ট) নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী ও তার সহধর্মিনী শিল্পি বেগমসহ মোট ১৫ জন নমূনা প্রদান করেন। এর মধ্যে মেয়র দম্পতি, এক ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের পজিটিভ রিপোর্ট আসে। এ পর্যন্ত নবীগঞ্জের ১৪৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে।

এখন পর্যন্ত নবীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৪৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

নবীগঞ্জ থেকে এখন পর্যন্ত ১০৯০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ১৪৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ও ৮২৬ জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। উপজেলায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১১১ জন সুস্থ হয়েছেন এবং ১ জন মারা গেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি