সব
সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তীর সঙ্গে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা সোমবার (২৮মার্চ) সন্ধ্যায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল আলীম, সহ-সভাপতি ও দৈনিক বিজয়ের কন্ঠের প্রতিনিধি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আবিদুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি সুহেল রানা, অফিস সম্পাদক ও ফটো সাংবাদিক আনোয়ার সুমন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক একাত্তরের কথার প্রতিনিধি আলী হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনা,কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি আব্দুল জলিল, সদস্য ফারুক আহমদ, থানার উপ-পরিদর্শক সুকোমল ভট্টাচার্য।
এ সময় নবাগত ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সবধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।এর আগে ওসি সুকান্ত চক্রবর্তী সিলেটের ওসমানীনগর সার্কেল অফিসে পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজানে।
উল্লেখ্য, উক্ত থানার বিদায়ী ওসি কেএম নজরুল এর স্থলাভিষিক্ত হন নবাগত ওসি সুকান্ত চক্রবর্তী বৃহস্পতিবার (২৪ মার্চ) কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি