নতুন স্বপ্নে বিভোর পশ্চিমভাগের একঝাক তরুণ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নতুনের স্বপ্নে বিভোর দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের একঝাক তরুণ। দীর্ঘদিন যাবত অবহেলা, বঞ্চনার শিকার গ্রামের উন্নয়নে এগিয়ে এসেছেন সম্মিলিতভাবে। গ্রামের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গ্রহণ করেছেন কতিপয় বাস্তব সম্মত উদ্যোগ। গ্রামের সমাজ সচেতন ব্যক্তিবর্গের সহযোগিতায় কর্মউদ্যোম যুবকদের নিয়ে গঠন করা হয়েছে পশ্চিমভাগ যুব ফোরাম। গ্রামের রাস্তাঘাট সংস্কার, মেরামত, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষায় পৃষ্টপোষকতাসহ নানাবিধ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যুব ফোরাম ইতিমধ্যে গ্রামের সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া, ফ্রান্স প্রবাসী সুহেল আহমদ, বাহরাইন প্রবাসী কামাল আহমদ, কাতার প্রবাসী সাহেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আরশ আলী, কাতার প্রবাসী ফোরামের প্রধান সমন্বয়কারী মোঃ মঈনুল ইসলাম সহ প্রবাসে বসবাসকারী গ্রাম উন্নয়নের স্বপ্নদ্রষ্টা কতিপয় যুবক ইতিমধ্যে গ্রামের মধ্যবর্তী একটি রাস্তার উন্নয়নে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী ১০৪জন প্রবাসীদের অধিকাংশের সাথে যোগাযোগ করে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় ইতিমধ্যে বিভিন্ন প্রবাসী কর্তৃক প্রায় ২৮লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা করা হয়েছে।
পশ্চিমভাগ যুব ফোরামের প্রধান সমন্বয়কারী মোঃ মঈনুল ইসলাম তার পিতৃসম্পত্তি থেকে গ্রামের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের কথা বিবেচনা করে ৮শতক ভূমি গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য দান করবেন বলে ইতিমধ্যে তিনি ঘোষনা দিয়েছেন। গ্রামবাসীর পক্ষে লালাবাজার ইউ/পি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল স্বাক্ষরিত কমিউনিটি ক্লিনিক স্থাপনের আবেদন সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। তাছাড়াও গ্রামের যাতায়াতের প্রধান রাস্তা ঈদগাহ বাজার-খালোপাড় রাস্তার উন্নয়নে সরকারদলীয় নেতৃবৃন্দের সহযোগিতায় যথাযথ কতৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন ফোরামের সদস্য সহ উপদেষ্টাবৃন্দ। ৪নং ওয়ার্ড সদস্য সিরাজ আহমদ, পশ্চিমভাগ জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ আব্দুন নূর, শ্রমিক নেতা ইছহাক আলী, যুবনেতা আনছার আহমদ সহ গ্রামের সর্বস্তরের মানুষ যুব ফোরামের কার্যক্রমকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে ফোরামকে নিয়ে গ্রামবাসী আশাবাদী হয়ে উঠেছে। গ্রামের সব ধরনের উদ্যোগ ও কার্যক্রমকে আরো বেগবান করতে সহযোগিতার হাত প্রসারিত করেছেন অত্র গ্রামের সন্তান,সংগঠক, দি নিউ ন্যাশন ও আজকালের খবর পত্রিকার সিলেট ব্যুরোপ্রধান রোটারিয়ান শফিক আহমদ শফি। তিনি সর্বশ্রেণীর সমান অংশগ্রহণের ভিত্তিতে সকলের সহযোগিতায় গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন।
মোঃ মঈনুল ইসলাম এব্যাপারে আলাপকালে বলেন, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত জনপদ পশ্চিমভাগ গ্রামের উন্নয়ন এখন সময়ের দাবী। গ্রামের সর্বস্তরের মানুষের নিয়মিত সহযোগিতা ও প্রবাসীদের সাথে যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যে একটি বিরাট অঙ্কের টাকা গ্রামের একটি রাস্তার উন্নয়নের জন্য ফোরামের আর্থিক তহবিলে প্রদান করবেন বলে প্রবাসীরা ঘোষণা দিয়েছেন। সকলের সম্মিলিত চেষ্টা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে পুরো গ্রামের চেহারা বদলে যাবে।
স্থানীয় ইউ/পি সদস্য সিরাজ আহমদ বলেন, পশ্চিমভাগ গ্রামের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে দেশ ও বিদেশের মানুষকে নিয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকলের সহযোগিতা থাকলে এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমাদেরকে বেশিদিন অপেক্ষা করতে হবে না।
৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল বলেন, ইউনিয়নের একটি মধ্যবর্তী গ্রাম পশ্চিমভাগ। দীর্ঘদিন যাবত অবহেলা, বঞ্চনার শিকার থাকলেও বর্তমানে পশ্চিমভাগ যুব ফোরাম গৃহিত কর্মপরিকল্পনা উক্তগ্রামের উন্নয়নের মাইলফলক। দেশ ও বিদেশের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে গ্রামের উন্নয়ন অতি দ্রæত সম্ভব।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি