সব
একাধারে গায়ক ও অভিনেতা তাহসান খান। গানে গানে মুগ্ধতার পাশাপাশি অভিনয়েও প্রতিভার স্বাক্ষর রাখছেন জনপ্রিয় এই তারকা। এবার সামাজিক সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি।
ইমামি গ্রুপের হ্যান্ড স্যানিটাইজারের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
বিজ্ঞাপন প্রসঙ্গে তাহসান বলেন, করোনা পরিস্থিতির কারণে এখন আমাদের সবার জীবনে হ্যান্ড স্যানিটাইজার একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার আহ্বান জানানো হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের এই মহামারির কবল থেকে সুরক্ষিত রাখতে পারে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, করোনাকালে নিরাপদ থাকার জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে ইমামি বাংলাদেশ লিমিটেড। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এতে তাহসান যুক্ত হওয়ায় এ উদ্যোগ সফল হবে বলে আশাবাদী তারা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি