সব
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভক্ত ও আশিকানগণকে উরুসের উদ্দেশ্যে হযরত শাহজালাল (র.) এর মাজারে একত্রিত না হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) গণ্যমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ) জ্যোতির্ময় সরকার পিপিএম।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে আগামী শনি ও রোববার (১১ ও ১২ জুলাই) অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (র.) এর ৭০১ তম উরুস মোবারক বিগত বছরগুলোর ন্যায় উদযাপিত হবে না মর্মে হযরত শাহজালাল (র.) মাজার কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমতাবস্থায় ভক্ত ও আশিকানগণকে দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য হযরত শাহজালাল (র.) মাজার কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি