সব
নগরীর ২৪ নং ওয়ার্ডের পশ্চিম তেরতন বাজারে রাতের আঁধারে সন্ত্রাসী হামলায় দুইজন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পশ্চিম তেররতন বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন বাদল মিয়া ও হিরন মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম তেররতন বাজারে যাওয়ার পথে সন্ত্রাসী সামাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।
আহতদের মধ্যে বাদল মিয়াকে হামলার পরপরেই আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেলে নিয়ে যান। খবর পেয়ে শাহপরান থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যপারে শাহপরান থানার ওসি আব্দুল কাউয়ুম চৌধুরী বলেন, ”আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাটাই। স্থানীয় এবং পুলিশের সহায়তার আহতদের ওসমানী মেডিকেলে পাঠানো হয়। কে বা কারা এই হামলাটি করেছে আমরা খতিয়ে দেখছি। তাদের পরিবার থেকে মামলা করা হলে মামলা গ্রহন করা হবে।”
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি