নগরীর কানিশাইল থেকে নিখোঁজ থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ১:২১ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সিলেট নগরীর কানিশাইল এলাকায় সুরমা নদী থেকে নিখোঁজ থাকা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে নগরীর কোতোয়ালী থানা পুলিশ আব্দুল ওয়াহিদ নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। আব্দুল ওয়াহিদ দক্ষিণ সুরমার হিলালপুর এলাকার মনির উদ্দিনের ছেলে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যেএমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, বুধবার থেকে আব্দুল ওয়াহিদ নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ কানিশাইল এলাকার সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

তিনি কীভাবে মারা গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি