সব
নগরীর আখালিয়া নোয়াপাড়া এলাকার আলোরধারা পাঠশালায় দুর্ধর্ষ চুরি হয়েছে। গতকাল সন্ধা ৬ টায় অফিসের কর্মীরা কাজ করে তারে চলে যায় কিন্তু আজ সকালে সাড়ে ৯ টার সময় আলোরধারা পাঠশালার এক কর্মচারী আসার পর মেইন গেইট খুলে অফিসের দরজা খোলার আগ মুহূর্তে দেখেন অফিসের দরজা খোলা, রুমে প্রবেশের পর দেখেন অফিসের সব দরজা খোলা তারপর আলোধারার ইউনিট ম্যানেজার নেহা রঞ্জন দাসকে জানানো হলে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে জালালাবাদ থানার (ওসি তদন্ত) শাহ আলম সহ তার পুলিশ সদস্যরা অফিস পর্রিদর্শন করেন।
১ টি ল্যাপটপ, ১ টি ডিজিটাল ক্যামেরা, ১টি স্কেনার ও নগদ ৩২ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।
এব্যাপারে আলোরধারা পাঠশালার ইউনিট ম্যানেজার নেহার রঞ্জন দাস বলেন, অফিসের ল্যাপটপ সহ বিভিন্ন ধরনের জিনিস ও নগদ ৩২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আমি পুলিশকে জানালে তাৎক্ষণিক তারা এসে পরির্দশন করে গেছেন।
জালালাবাদ থানার ওসি তদন্ত শাহ আলম বলেন, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং এলাকার সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারি অজ্ঞাত নামে চোররা চুরি করে কিছু জিনিস ও নগদ কিছু টাকা নিয়ে যায়। আমরা চুরদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি