নগরীতে চাকুসহ চার ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১০:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরী থেকে ৪ কিশোর ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো চাকু উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল সোমবার (২০ জুলাই) সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ থানার অদূরবর্তী সারদা হলের সামন থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা এলাকার মৃত কাফিউল ইসলামের ছেলে মো.শাহিদুল ইসলাম (১৯), হবিগঞ্জের বাহুবল থানার খাগাউড়া ,পানিউন্দা এলাকার খালিক ইসলামের ছেলে জুয়েল আহমদ (১৮), সিলেটের জালালাবাদ থানার হাওলাদারপাড়ার মো.আলী হোসেনের ছেলে মো.সুমন আহমদ (১৯) ও নেত্রকোনার দেওপুরের আব্দুল খালিরে ছেলে জালাল আহমদ (১৮)।

আটককালে তাদের কাছ থেকে ৩টি ধারালো টিপ চাকু উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া বাদি হয়ে গতকাল সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৮।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি