সব
ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন দেশটির দাপুটে ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। শনিবার ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্রিকেট থেকে নির্বাসনে যাওয়ার ঘোষণা দেন ধোনি। একই দিন ধোনির পথে হাঁটলেন তার সতীর্থ সুরেশ রায়নাও।
হঠাৎ ধোনির এমন অবসরের ঘোষণায় ভারতসহ ক্রিকেটবিশ্ব কিছুটা অবাকই বটে। প্রায় দেড় দশক ধরে ২২ গজের দুনিয়ায় আধিপত্য বিস্তার করা এই ক্রিকেটারকে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটাররা।
২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে বর্তমান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে অভিষেক হয় ধোনির। সেখান থেকে একসময় ভারতের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন ‘ক্যাপ্টেন কুল’।
ধোনির অবসর ঘোষণার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ করেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও ইমরুল কায়েসসহ অন্যান্য ক্রিকেটাররাও।
সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে।’
মুশফিকুর রহিম একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ক্রিকেটের একজন সত্যিকারের বোদ্ধা, জীবন্ত কিংবদন্তি ও একজন চ্যাম্পিয়ন। সাফল্যমণ্ডিত ও জাকজমকপূর্ণ একটি ক্যারিয়ারের জন্য অভিনন্দন আপনাকে মাহি ভাই।’
মাহমুদউল্লাহ রিয়াদ স্মৃতিচারণ করেছেন এভাবে, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে আপনি ছিলেন সেরা অনুপ্রেরণা। আপনার ক্রিকেটিং সামর্থ্য, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখার ক্ষমতাটাকে আমি অনুসরণ করি ও প্রশংসা করি।’
ইমরুল কায়েস লিখেছেন, ‘একজন আপাদমস্তক ভদ্র মানুষ, একজন অসাধারণ ক্রীড়া ব্যক্তিত্ব মাহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন। আশা করছি তার জন্য সামনে আরো ভালো সময় অপেক্ষা করছে।’
ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ধোনি। তাকে সবাই এভাবেই মূল্যায়ন করেন। তাইতো বলা হয়, ‘ধোনি ইজ দ্য ক্যাপ্টেন অব দ্য বেস্ট ইন্ডিয়ান টিম।’ তিনি ভারতের রূপকথার রাজা, স্বপ্নের বাজিকর।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি