ধীরেন সিংহ আর নেই

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২, ১০:১১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল.) এর কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য, সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ মৃত‌্যু বরণ করেছেন । মৃত‌্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর ) রাত ৮ টা ৩১ মি‌নিটে সিলেট উইমেন্স মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তাঁর মৃত‌্যু হয়। মৃত‌্যুকালে তি‌নি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ‌্য আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
ধীরেন সিংহ সিলেট মনিপুরী রাজবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তি‌নি ২০১৬ সালে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

কমরেড ধীরেন সিংহ সাম‌্যবাদী দলের প‌লিটব‌্যুরোর পাশাপা‌শি মনিপুরী যুব সমিতি (বামযুস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতির দা‌য়িত্বে ছিলেন।

কমরেড ধীরেন সিং প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল বুধবার সকাল ১১ টায় তাঁর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি