ধর্মশালার আউটফিল্ড বা উইকেট নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক;
  • প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩, ৯:২০ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

আগামীকাল ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে নিদারুণ জয় বাংলাদেশকে বেশ কিছুটা স্বস্তিতে রাখছে তবে ইংলিশ পরীক্ষা নিয়েও ভাবছে টাইগাররা। কালকের ম্যাচের আগে প্রি ম্যাচ কনফারেন্সে এসেছিলেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। পুরো প্রেস কনফারেন্সে সব থেকে বেশি যে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খেয়েছে সেটা ধর্মশালার আউটফিল্ড এবং উইকেট নিয়ে।

এর অবশ্য বেশ কিছু কারণ আছে নশ্বর সৌন্দর্যে মোড়ানো স্টেডিয়ামটা বাইরে থেকে ঠিক যতটা সুন্দর তার থেকে বেশি অসুন্দর মাঠের ভেতরের অংশ। গ্যালারি কিংবা অন্য কিছুতে নয়- সমস্যাটা মাঠের আউটফিল্ডে। স্টেডিয়ামটির চারপাশের সৌন্দর্যে মন জুড়িয়ে গেলেও চোখ আটকে যাবে আউটফিল্ডের বেহাল অবস্থায়।

অথচ গত মে মাসে আইপিএলের সময়ও এই মাঠের আউটফিল্ড ছিল বিশ্বমানের। এখন সবুজের সঙ্গে সাদার মাখামাখি। ঘাসের নিচেই যে ভারী বালুর স্তর। মাঠের অনেক জায়গায় ঘাস উঠে গেছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বালুর কারণেই রানআপে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে। ম্যাচজুড়েই আউটফিল্ড ছিল বেশ ভারী। বল খুব একটা গতিময়তায় এগোয়নি বাউন্ডারির দিকে। ফিল্ডিংয়ের সময়ও ক্রিকেটারদের সমস্যায় পড়তে হয়েছে। ফিল্ডাররা ড্রাইভ দেওয়ার পর অনেক জায়গাতেই মাঠের মাটি উঠে গর্তের মতো হয়ে গেছে। সব মিলিয়ে এটিকে ‘বিপজ্জনক’ আউটফিল্ডের কাতারে ফেলা যায়। ম্যাচের সময় ধারাভাষ্যকাররাও বারবার সমালোচনা করেন আউটফিল্ডের। ক্রিকেটারদের ইনজুরির শঙ্কা এবং বিপদের জায়গাগুলো তুলে ধরেন তারা।

রঙ্গনা হেরাথ অবশ্য এসব বিষয়ে চিন্তিত নয়, খেলোয়াড়দের কে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন?

না। আমরা কাউকে কিছু নিষেধ করছি না। কারণ, আপনারা যদি কাউকে কিছু করতে নিষেধ করেন তাহলে তার কাছ থেকে শতভাগ কিছু পাওয়া যাবে না। আমরা আগের ম্যাচে ভালো খেলেছি। তাই তাদের বলব, এই ম্যাচেও সেরাটা দিতে এবং সেটা এই আউটফিল্ডেই।

যেহেতু ধর্মশালায় বেশ কয়েকটি ম্যাচ দেখার সুযোগ হয়েছে সুতরাং সেখান থেকে উইকেট সম্বন্ধে কিছু ধারণা নেওয়া যেতে পারে তবে এখনো যে উইকেট দেখার সুযোগ হয়নি সেটাও জানিয়েছেন লঙ্কান মাস্টারমাইন্ড।

তবে স্পিনারদের বয়সী প্রশংসা করেছেন তিনি নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলতে চান একই সাথে সাকিব মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি, তার কথাই তারা ১০ এর মধ্যে ১০ কারণ, আমি আগেই বলেছি, তারা উইকেট বেশ ভালোভাবে বোঝে। তারপর তারা লাইন-লেন্থ মেনে দারুণ বোলিং করেছে। পাশাপাশি বেশ আক্রমণাত্মক ফিল্ডিং সেটাপ করেছে। আমি আসলে তাদের বোলিংয়ে শতভাগ খুশি।

একই সাথে ব্যর্থ লিটন কুমার দাসকে নিয়েও কথা বলেছেন বাংলাদেশের স্পিন গুরু। তিনি যে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন সেটাই আশা করছেন বাংলাদেশের এই স্পিন কোচ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি