ধর্মপাশায় ২৫টি গ্রামে ত্রাণ বিতরণ করেছেন এমপি রতন

ধর্মপাশা প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ৩:৩০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২৫টি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বুধবার দিন ব্যাপী ধর্মপাশা উপজেলার জয়শ্রী, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে মিনিকেট চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, তেল ১ কেজি, লুডুস সহ বিতরণ করা হয়েছে।
পাশা পাশি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অধীনে ভাসমান স্যানিটেশন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, পানি রাখার ঝার, বিচিং পাউডার সহ খাবার সেলাই বিতরণ করা হয় বন্যা কবলিত এলাকায়।
জয়শ্রী, গুপি নগর, সিমের খাল, শেখের গাও, রাজেন্দ্রপুর, হরিপুর, শান্তিপুর, নজর পুর, সুখাইর রাজাপুর উত্তর, জারাকোণা, নোয়াগাও, মাতারিয়া কান্দা, বাঘবাড়ী, আসমতপুর সহ ২৫ টি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। হাওরাঞ্চল ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর সহ ২৩ টি ইউনিয়নের সাধারণ মানুষের প্রাণের দাবী প্রতিরক্ষা দেওয়াল স্থাপন করার জন্য।
এব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রতি বছর অকাল বন্যায় ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলায় প্রায় ২ শত গ্রামের মানুষ পানি বন্ধী। অসহায় প্রায় লক্ষাধীক মানুষ। গ্রাম প্রতিরক্ষা দেওয়া স্থাপন করা হলে সাধারণ মানুষের জীবন মান উন্নত হত। এব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে আবেদন করব। জননেত্রী শেখ হাসিনা হাওরের মানুষকে ভালবাসে এবং হাওরের উন্নয়ন করবেন বলে আমি বিশ্বাস করি।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ, ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগেরর দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ফরহাদ আহমেদ, সুখাইর দক্ষীণ রাজাপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, ঠিকারদার মঈন উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি