ধর্মপাশায় ১০টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ২:০২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ১০টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলকপুর বাজারে এক অনুষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখাইড় রাজাপুর উত্তর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার। ওই ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী ও ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধানের পরিচালনায় বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ইউএনও মো. মুনতাসির হাসান, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক অখিল কুমার সাহা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ।

রাজাপুর উত্তর ইউনিয়নের ১০টি গ্রামে ৭৮৭টি পরিবার, ৮৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৯টি দাতব্য প্রতিষ্ঠান এই নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় আসে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি