সব
নানান আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় দৈনিক যায়যায়দিন প্রত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবস টি উপলক্ষে শনিবার সকাল ১১ টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবে অস্থায়ী কার্যালয়ের প্রেসক্লাবের সহ সাভাপতি দৈনিক ভোরের ডাক প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মো, ইমাম হোসেনের সভাপতিত্বে ও যায়যায়দিন প্রত্রিকার প্রতিনিধি মো. মিঠু মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এতে অন্যান্যদের মাধ্যে বক্তব্যস দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, কালের কন্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক ও সমকালের উপজেলা প্রতিনিধি এনামুল হক এনি, কোষাধ্যক্ষ ও আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি সাজিদুল হক সাজু, দৈনিক মানবাধিকার প্রতিনিধি কৃপেশ চন্দ্র সরকার রিংকু, জাগো সিলেটের প্রতিনিধি মো, সারোয়ার হোসেন প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি