ধর্মপাশায় ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ৯:৩৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় ভূমি ও গৃহহীনদের জন্য বৃহস্পতিবার দুপুরে জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁও ও গোপীনগরে
ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।

জয়শ্রী ইউনিয়নের ওই দুটি স্থানে ৫০টি গৃহ নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ধর্মপাশা উপজেলায় প্রাথমিকভাবে ‘ক’ শ্রেণির (ভূমিহীন ও গৃহহীন) মোট ১২০টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণের বরাদ্দ প্রদান করা হয়েছে।

২ কক্ষ বিশিষ্ট প্রতিটি সেমিপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রতিটি ১ লাখ ৭১ হাজার টাকা।

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি